আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ গেলো ১৪ মার্চ শুরু হওয়া ঈদযাত্রার টিকিট বিক্রি শেষ হয়ে গতকাল সোমবার (২৪ মার্চ) শুরু হয়েছে ঈদপরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। আজ মঙ্গলবার (২৫ মার্চ) পাওয়া যাবে ৪ মার্চের টিকিট। অগ্রিম টিকিটের শতভাগই অনলাইনে পাওয়া যাচ্ছে।
সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে শুরু হবে রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের জন্য টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
গতকাল সোমবার (২৪ মার্চ) বিক্রি হয়েছে ৩ মার্চের টিকিট। ২৬ মার্চ পাওয়া যাবে ৬ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ ৮ এপ্রিলের টিকিট এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।
এমএ//