খেলাধুলা

তামিমকে পর্যবেক্ষণ শেষে যা জানালেন চিকিৎসকরা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

তামিম ইকবালকে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হলো। এখন তিনি অনেকটা শঙ্কামুক্ত, তবে জটিলতা রয়েছে। সাভারের কেপিজে হাসপাতালে হার্টে রিং পরানোর পর ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

মঙ্গলবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আবু জাফর ও হৃদ্‌রোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী।

তামিমের সর্বশেষ অবস্থা জানিয়ে আবদুল ওয়াদুদ জানান, ‘আজকে সকালে তাঁর ইকো কার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশন দেখা হচ্ছিল। দেখে মনে হয়, কোনো সমস্যাই নেই, তরতাজা। মনে রাখতে হবে এটা কিন্তু একটা ছদ্মবেশ। আবারও এবনরমাল বিট হতে পারে। ঝুঁকিটা কিন্তু কম। এক শতাংশেরও কম। কিন্তু যদি হয়ে যায়, তাহলে ওই রোগীর জন্য তো শতভাগ ঝুঁকি। তামিম তো তামিম। আমাদের জাতীয় সম্পদ। ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাঁর (কেপিজে হাসপাতালে) একটু থাকা উচিত। তারপর তিনি মুভ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘ক্ষীণ শঙ্কা আছে সে জন্য আমরা তাঁকে বলেছি, ৪৮-৭২ ঘণ্টা পর্যন্ত একটা জটিল সময়, যেন আর কোনো সমস্যা না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত। একটু বিশ্রামে থাকা উচিত। কোনোরকম উত্তেজিত হওয়া উচিত না। শুরুর সময়টা এখানে একটু থেকে স্টেবল হয়ে তারপর তাঁর পুনর্বাসনের জন্য ভালো কোনো জায়গায় যেতে চায়, যেতে পারবে।’

তামিমের অবস্থা আশাব্যঞ্জক, তবে ক্ষীণ শঙ্কাগুলো মাথায় রাখতে চায় চিকিৎসকরা। আবদুল ওয়াদুদ বলেন, ‘তামিম ইকবালের সার্বিক অবস্থা আশাব্যঞ্জক। কিন্তু যে প্রাথমিক পিসিআই হয়েছে, এটা একটা ফরেইন বডি। এখানে কখনো কখনো অ্যাকশন-রিয়্যাকশন হতে পারে। যে রিংটা লাগানো হয়েছে সেটা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। আমরা থম্ব্রোসিস বলি। যদিও শঙ্কা খুবই কম। তবে সেই ঝুঁকিটা রয়েছে। আশঙ্কা রয়েছে। সেই ব্যাপারে তার পরিবারের সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি।’

চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে তামিমকে ৩ মাস পর্যবেক্ষণে থাকতে। তিনি আবার মাঠে ফিরতে পারবেন কি না, তার জন্য ৩ মাস সময় নিতে বলা হয়েছে। এছাড়াও কেপিজে হাসপাতালেই আপাতত তামিমকে রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছেন তারা।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন তামিম ইকবাল