চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে এমনটি জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলেও জানান তিনি।
শফিকুল আলম বলেন, আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছিলাম এবং গত বছরের ডিসেম্বরে ভারতীয় পক্ষকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য অনুরোধ করেছিলাম। চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এটি করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে, আমরা ইতিবাচক সাড়া পাইনি।
প্রেস সচিব শফিকুল আলমের বরাতে মঙ্গলবার (২৫ মার্চ) সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, চীন সফরে ড. মুহাম্মদ ইউনূস দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে বুধবার (২৬ মার্চ) ঢাকা ছেড়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এমএ//