বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করা আশরাফুজ্জামান মিনহাজকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতের দিকে শরীয়তপুরের নড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গেলো ২৫ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মিনহাজকে "প্রতারক ও ধান্দাবাজ" হিসেবে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অপকর্ম করাই তার মূল পেশা।
এ অবস্থায় আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ আছে আশরাফুজ্জামান মিনহাজের বিরুদ্ধে। তবে, বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, মিনহাজের সাথে তারেক রহমানের সখ্যতার দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
এছাড়া, মিনহাজ এবং তার কথিত স্ত্রী জিনিয়া জিন্নাত, যিনি পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।
এসি//