দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দুলর্ভপুর গ্রামে কিস্তির টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে গ্যাসের ট্যাবলেট খেয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রতন কুমার রায়ের স্ত্রী ববিতা রানী (৩০) ও তাদের সাত বছর বয়সী মেয়ে তনি রানী রায়।
এলাকাবাসী জানায়, একটি এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধ নিয়ে কয়েকদিন ধরেই ববিতা রানী ও তার স্বামী রতন কুমারের মধ্যে মনোমালিন্য চলছিল। অভিযোগ রয়েছে, রতন কোনো কাজকর্ম না করে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। সংসারের টানাপোড়েনের মধ্যেও তিনি জুয়ার টাকা জোগাড় করতেন, যা নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ বাধত।
এই পরিস্থিতিতে ববিতা রানী ক্ষোভে গ্যাসের ট্যাবলেট খান এবং তার মেয়েকেও খাওয়ান। পরে গুরুতর অসুস্থ অবস্থায় দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তনি রানীকে মৃত ঘোষণা করেন।
অবস্থার অবনতি হলে ববিতা রানীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, তবে পথে তারও মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলছেন, অর্থনৈতিক সংকট ও পারিবারিক অশান্তি থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে পুলিশ আরও তদন্ত করে বিস্তারিত জানাবে।
এমএ//