কুষ্টিয়ায় কুষ্টিয়া-ভেরামারা মহাসড়কের ত্রিমোহনী বাইপাস মোড়ে এলাকায় মটরসাইলেকে ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (৩০) ও ছেলে আহনা (৩)। এ ঘটনায় মোটরসাইকেল চালক কাদের সিদ্দিকী আহত হয়েছেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, ত্রিমোহনী এলাকায় ট্রাকের ধাক্কায় মা ও ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে বগুড়া থেকে কুষ্টিয়া আসার পথে ট্রাকের ধাক্কায় তারা নিহত হন।
তিন আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
এমএ//