দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব আশপাশের দেশগুলোতেও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৭। এর ১২ মিনিট পরেই ৬.৪ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।
মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ এই অঞ্চলের অন্যান্য স্থানেও কম্পনের খবর পাওয়া গেছে। সেখানে তীব্র কম্পনে অনুভূত হয়। এসময় স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পনের তীব্রতায় ব্যাংককে চতুতাক এলাকায় নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। এসময় ৪৩ নির্মাণশ্রমিক আটকা পড়ে।
এই ঘটনার ভিডিও ফুটেজ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শুক্রবার (২৮ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্যাংকক পোস্ট। অবশ্য ব্যাংকক পোস্টের প্রতিবেদনে এই কম্পনের মাত্রা ৭.৪ বলে উল্লেখ করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে মিয়ানমারের সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরপরই দেশটির রাজধানী নেপিডোতে বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাটে স্থবিরতা নেমে এসেছে।
থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুধু ব্যাংকক নয়, দেশের আরও কয়েকটি অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এই দুর্যোগ মোকাবিলায় জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। তিনি তার পূর্বনির্ধারিত ফুকেট সফর স্থগিত করেছেন।
বর্তমানে থাই কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণ ও আফটারশক পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পের ফলে সম্ভাব্য বিপদ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকর আহ্বান জানানো হয়েছে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
এমএ//