আন্তর্জাতিক

ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার, নিহত ৩, ধ্বসে পড়েছে বৃটিশ আমলের সেতু

আন্তর্জাতিক ডেস্ক

১২ মিনিটের ব্যবধানে দুইবারের শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বাড়িঘর ধ্বসে পড়েছে ইরাবতী নদীতে বৃটিশ আমলে নির্মীত আভা সেতু। এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

শুক্রবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২ টা ২০ মিনিটে ৭.৭ মাত্রার ভূমিকম্পটি মিয়ানমারের সাগাইং অঞ্চলে আঘাত হানে। এর ঠিক ১০ মিনিট পর আবারো একই স্থানে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)

মিয়ানমারের গণমাধ্য ইরাবতি জানায়, শক্তিশালী ভূমিকম্পে ইরাবতি নদীর ওপর নির্মীত ৯১ বছরের পুরানো সেতুটি বিধ্বস্ত হয়েছে। স্থানীয়ভাবে পুরানো সাগাইং ব্রিজ নামে পরিচিতি এ সেতুটি মান্দালায় এবং সাগাইং অঞ্চলের যোগাযোগে ব্যবহৃত হত।

ইরাবতি আরও জানায়, এ ভূমিকম্পে সাগাইং এর আশেপাশের নাইপিদো, মান্দালয় অঞ্চলের রাস্তা ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

গণমাধ্যমটির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আভা ব্রিজের স্প্যানগুলো ভূমিকম্পের আঘাতে  নদীতে ভেঙে পড়ছে। প্রকাশিত ওই ভিডিওতে দেখে যায় মন্দির এবং বাড়িঘর কাত হয়ে আছে। কোনটি আবার একবারে ভেঙে পড়েছে।

বৃটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিয়ানমারের বাগো অঞ্চলের একটি মসজিদের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমার