আন্তর্জাতিক

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ১৭০০

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে ভুমিকম্পে নিহত বেড়ে ১৭০০ জনে দাঁড়িয়েছে। রোববার দেশটির জান্তা প্রধান মিং অং হ্লাইং মালেশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপের সময় এ তথ্য দেন।

তিনি আরও জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত  আহত হয়েছেন ৩৪০০ জন। ৩০০ জনের মত এখনো নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।  

অন্যদিকে রোববার (৩০ মার্চ) মিয়ানমারে আবারও .১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।

ইউএসজিএস বলছে, মান্দালয়ের উত্তরপশ্চিমে ১৩ মাইল দূরে ৫.১ মাত্রার একটি আফটারশক আঘাত হেনেছে।   

এর আগে, শুক্রবার দুপুরে ৭.৭ এবং ৬.৪ মাত্রার শক্তিশালী দু’টি ভূমিকম্প মিয়ানমারে আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার।

এনএস/  

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমার | ভুূমিকম্প