ব্রাজিলের কোচ হিসবে ছাঁটাই করা হয়েছে দরিভাল জুনিয়রকে। এখন নতুন কোচের সন্ধানে আছে দলটি। এর মধ্যে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাব্য নতুন কোচ হিসেবে নাম আসছে কার্লো আনচেলত্তির। তবে লড়াইয়ে আছেন হোর্হে জেসুস ও ফিলিপে লুইসও।
ব্রাজিলের নতুন কোচ নিয়োগের জন্য মতামত জানতে চাওয়া হয়েছিল নেইমারের কাছ থেকেও। তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা।
নেইমার আনচেলত্তির অধীনে কখনো খেলেননি। ফিলিপে লুইস ছিলেন তার সতীর্থ। আর হোর্হে জেসুসের অধীনেক খেলেছেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটিতে নেইমারের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিলো না পর্তুগিজ এই কোচের।
এমন পরিস্থিতিতে কী নেইমার? জানতে চাইলে এক পডকাস্টে সান্তোস তারকা বলেন, ‘এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে এসবের মধ্যে জড়াবেন না। আমি এখন বাইরে।’