ধর্ম

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সুলতানি আমলের ঈদ মিছিল

সুলতানি আমলে পুরান ঢাকায় একসময় ঈদ মিছিল হতো। সেই ঐতিহ্য অনুসরণ করে এবার ঢাকায় আয়োজিত হলো ঐতিহ্যবাহী ঈদ মিছিল।

সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ মিছিল আয়োজন করেন।

মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

জানা যায়, ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ও মোর রমজানের ওই রোজার শেষেএসময় ময়দানে উপস্থিত হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দের মেতে ওঠেন।

মিছিলের শুরুতে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি। মিছিলে থাকছে মোট ১৫টি ঘোড়ার গাড়ি।

মিছিলের নিরাপত্তায় ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও তাদের বিশেষায়িত ইউনিট সোয়াট এবং বোম্ব ডিসপোজাল ইউনিট।

 

 আই/এ