দুর্ঘটনা

ঈদের সকালে সড়কে প্রাণ গেলো ৫ জনের

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগড়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন  ৬ জন। নিহতরা হলেন- আরাফাত (২১), রিফাত (১৮), নিজাম (২৮), সিদ্দিক (১৪) ও নাজিম (৩০)।

সোমবার (৩১ মার্চ) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  চট্টগ্রামের লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে একটি মিনি বাসের সংঘর্ষ হয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়।

জানা যায়,  চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল সৌদিয়া পরিবহনের একটি বাস। গাড়িটি লোহাগাড়া সদরেরর পর চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই মিনিবাসের যাত্রী ছিলেন। মিনিবাসটি কক্সবাজারের উখিয়া থেকে রওনা দিয়েছিল।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদ