জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারাও এ ময়দানেই পবিত্র ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন।
জানা যায়, জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে হাজার হাজার মানুষ ভিড় করেন নির্দিষ্ট সময়ের অনেক আগেই। নিরাপত্তা তল্লাশি পার হয়ে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে একই কাতারে নামাজ আদায় করেন তারা।
এদিকে আজ বিকেল চারটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন ড. মুহাম্মদ ইউনূস।
আই/এ