আন্তর্জাতিক

ঈদের দিনে গাজায় ইসরাইলি হামলায় তীব্র প্রতিক্রিয়া হামাসের

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি বিমান হামলায় গাজায় ধ্বংস হয়ে যাওয়া ভবন ছবি: ফাইল(সংগৃহীত)

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঈদের দিনে ইসরাইলি বিমান হামলা অর্ধশতাধিক নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়,  সোশ্যাল মিডিয়া টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ঈদুল ফিতরের পবিত্রতার কোনো তোয়াক্কা না করেই দিনভর গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

বিবৃতিতে বলা হয়, ‘ঈদুল ফিতরের প্রথম দিনে সন্ত্রাসী হামলায় বহু ফিলিস্তিনি শহিদ হয়েছেন, যাদের মধ্যে ঈদের পোশাক পরা শিশুরাও ছিল।’

হামাস জানায়, ‘ঈদের দিনে শিশুদের তাঁবুর ভেতরে হত্যা দখলদার বাহিনীর ফ্যাসিবাদ এবং যেকোনো মানবিক বা নৈতিক মূল্যবোধকে অস্বীকার করার বিষয়টি প্রকাশ করে।

প্রসঙ্গত, স্থানীয় সময় রোববার ভোর থেকে সারারাত ধরে গাজায়  ইসরাইলি বিমান হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা