বিনোদন

রেমিট্যান্স যোদ্ধাদের ঈদের শুভেচ্ছা জানালেন অভিনেতা শাকিব খান

বায়ান্ন বিনোদন ডেস্ক

ঢালিউড সুপারস্টার শাকিব খান ছবি: সংগৃহীত

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) তথ্যমতে, ২০২৩ সালে  বাংলাদেশী প্রবাসীদের সংখ্যা ১ কোটি ৪৮ লাখের বেশি। কর্মসূত্রে পৃথিবীর বিভিন্ন দেশে এসব প্রবাসী বাংলাদেশি ছড়িয়ে আছে। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নে যথেষ্ট অবদান রাখছে। দেশের জন্য অবদান রাখা এসব রেমিট্যান্স যোদ্ধাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

রোববার (৩০ মার্চ) দুপুরে শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের পেজ থেকে নিজের একটি ছবি শেয়ার করে  তিনি সকল প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান।

ক্যাপশনে ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়ক  লিখেছেন, ‘অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য অবদান রাখা সকল প্রবাসী ভাই ও বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার ও আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।’এরপর পোস্টটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার দেন এই নায়ক।

প্রসঙ্গত, এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে  শাকিবের ‘বরবাদ’ সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের বাংলা  সিনেমার  অভিনেত্রী  ইধিকা পাল। দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন এই যুগল। তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত, ঢাকাই সিনেমার অভিনেতা মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন শাকিব খান