আন্তর্জাতিক

সিরিয়ার দুই শহরে ইসরাইলের ব্যাপক বিমান হামলা

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার দামেস্ক ও হামায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। কবে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাতে দামেস্কের বারজেহ আবাসিক এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ভবনের আশপাশে আঘাত ইসরাইলি বাহিনী বিমান হামলা চালায়।  অপর বিমান হামলা হয় সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার আশপাশে।

ফিলিস্তিনের গাজার পক্ষে এবং ইসরাইলের বিরুদ্ধে প্রচণ্ড সোচ্চার ছিলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গেলো ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকার পতনের পর সুযোগ নিয়ে ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির দখল আরও বাড়িয়েছে। তারা সেখানে শান্তিরক্ষী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এটি ১৯৭৪ সালে করা এক চুক্তির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। 

বর্তমানে বিভিন্ন শহরে আসাদপন্থীদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। ইসরাইল এই সুযোগ নিয়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে। এসব হামলায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

 এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন বিমান হামলা