গালাতাসারাইয়ের কাছে ফেনেরবাচের হারের পর মেজাজ ঠিক রাখতে পারেননি দলটির কোচ জোসে মরিনিও। দৌড়ে গিয়ে গালাতাসারাই কোচের নাক দুই আঙুল দিয়ে চেপে ধরেন এই পর্তুগিজ কোচ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, গালাতাসারাই কোচ ওকান বুরুকের পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে নাক ধরছেন মরিনিও। এরপর বুরুক মুখে হাত দিয়ে মাটিতে পড়ে যান। এ সময়ে মরিনিওকে সরিয়ে নেন অন্যরা।
কারও শরীরের আঘাত করাটা অবশ্য মরিনিওর জন্য নতুন কিছু নয়। এর আগেও ২০১১ সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন বার্সার সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে খোঁচা মেরেছিলেন তিনি।
বুধবার নিজেদের মাঠে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে ইস্তাম্বুল ডার্বিতে ২-১ গোলে হেরেছে ফেনেরবাচ। ম্যাচটিতে লাল কার্ড দেখেছেন তিনজন খেলোয়াড়। তাঁদের দুজন গালাতাসারাইয়ের, একজন ফেনেরবাচের। তিনজনই লাল কার্ড দেখেছেন ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে সংঘর্ষে জড়িয়ে।