চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় পায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে উদযাপনকালে প্রতিপক্ষ ভক্তদের প্রতি অসম্মান করার অভিযোগ আনা হয়েছে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্তোনি রুডিগার ও দানি সেবায়োসের বিরুদ্ধে।
আগামী ৯ এপ্রিল বাংলাদেশ সময় রাতে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে এই চার ফুটবলারের খেলা নিয়ে শঙ্কা ছিল। তাদের নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে বলেও খবর ভাসছিল।
তবে উয়েফা থেকে নতুন খবর জানানো হয়েছে। জরিমানার শর্তে তারা খেলার অনুমতি পাচ্ছেন।
সংবাদ মাধ্যম ইন্ডিপিনডেন্টের বরাতে জানা যায়, উয়েফা রুডিগারকে ৪০ হাজার ইউরো, এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো এবং সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে। তবে ভিনিসিয়াস জুনিয়রকে কোনো জরিমানা করা হয়নি।
অবশ্য এমবাপ্পে ও রুডিগারের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা রয়েছে। তবে এই সাজা ১ বছরের মধ্যে যেকোনো সময় ভোগ করবে তারা। যদি এই সময়কালে একইরকম কোনো ঘটনা তারা ঘটায়।
এমএইচ//