সরকারি সফরে আজ রোববার (৬ এপ্রিল) রশিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওউয়াকার-উজ-জামান। আসছে ১০ এপ্রিল রাশিয়া সফর শেষে তিনি ক্রোয়েশীয়া যাবেন।
রোববার (৬এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সফরকালে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।
এসময় তিনি কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।
সফর শেষে সেনা প্রধান জেনারেল ওয়াকার আসছে ১২ এপ্রিল বাংলাদেশে ফিরে আসবেন।
এমএ//