সাভারের আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। এসময় মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ১৫ মিনিট ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বেলতলা বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসুচি পালন করেন পাথালিয়া ইউনিয়নের বাসিন্ধারা।
এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় খেজুরটেক এলাকার মজিবর ও সৈকত চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামী। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে এলাকার তরুন সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান স্থানীয়রা।
আই/এ