জাতীয়

মার্কিন শুল্ক পুনর্বিবেচনার আহ্বানে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

বায়ান্ন প্রতিবেদন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুল্ক পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (০৭ এপ্রিল) পাঠানো চিঠিতে তিনি ৩৭ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের পণ্যে বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার বিষয়েও প্রস্তাব দিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত রাখতে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে  বাংলাদেশ কী কী করতে চায় তার প্রতিশ্রুতি রয়েছে।

এর আগে রোববার (০৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে সেটা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরেও সরকারের পক্ষ থেকে পৃথক চিঠি পাঠানো হবে।

তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দুটি চিঠি পাঠানো হবে। এরই মধ্যে এক চিঠি ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পাঠানো হয়েছে, আরেকটি চিঠি মার্কিন বাণিজ্য দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধান উপদেষ্টা | ডোনাল্ড ট্রাম্প | শুল্ক