ঠাকুরগাঁওয়ের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এসএসসি পরিক্ষার চারটি কক্ষ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের মূল ফটকের বাম পাশে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শ্রেণি কক্ষগুলোতে হঠাৎ দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই আগুনে চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
তবে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন জানান, প্রতিষ্ঠানের যে কক্ষগুলোতে আগুন লেগেছে সেগুলোতে সিট প্লানিং ছিল না। তাই শিক্ষার্থিদের ঘাবড়াবার কারণ নেই।
তিনি আরও জানান, এসএসসি পরীক্ষা যেভাবে শুরু হয়েছে, আগামীতেও সেভাবেই পরীক্ষা হবে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে জন্য ছুটে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
এমএ//