দেশজুড়ে

সিরাজগঞ্জে নানা আয়োজনে বরণ করা হলো বাংলা নতুন বছরকে

সিরাজগঞ্জ প্রতিনিধি

নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জে স্বাগত জানানো হয়েছে বাংলা ১৪৩২ সালকে। এসো হে বৈশাখ, এসো এসোগানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাসহ নানা কর্মসূচি পালন করছে জেলার বিভিন্ন সংগঠন।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহরে আনন্দ শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে জেলা প্রসাশক নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হারুন আর রসিদ খান হাসান সহ শোভাযাত্রার নানান শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়া বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সকাল থেকেই সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে। নতুন বর্ষকে স্বাগত জানাতে সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে গান ও নৃত্য পরিবেশন করা হয়।

এদিকে এই বর্ষবরণকে কেন্দ্র করে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে শুরু হয়েছে ৪০ দিন ব্যাপী শিল্প ও বাণিজ্যমেলা।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সিরাজগঞ্জ