বর্ষবরণের অনুষ্ঠানে বাংলাদেশের সব স্তরের মানুষদের উপস্থিতি দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয় দলের নারী ফুটবলাররা অংশ নিয়েছিলেন। তারা দেশের মানুষের সঙ্গে উৎসবে শামিল হন, শুভেচ্ছা বিনিময় করেন।
সোমবার (১৪ এপ্রিল) সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে এবারের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপাসহ ক্যাম্পে থাকা জাতীয় দলের ফুটবলাররা র্যালিতে অংশ নেন। ফুটবলাররা সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলার, কোচিং স্টাফ ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
এমএইচ//