বলিউডের বাদশা শুধু পর্দায়ই নন, বাস্তব জীবনেও ঠিক তেমনই রাজকীয়। শাহরুখ খানের জীবন যেন রূপকথার বইয়ের পাতা খুলে বেরিয়ে আসা এক গল্প । যেখানে প্রতিটি অধ্যায়েই চমক, সৌন্দর্য, আর তারকাখচিত আকর্ষণ।
শুধু ভারত নয় , পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের বিলাসবহুল ঠিকানা। তবে তার লস অ্যাঞ্জেলসের বাড়ি ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’ যেন এক স্বপ্নের দুনিয়া, যেখানে আপনি চাইলে কাটিয়ে আসতে পারেন এক রাত । তবে রাজকীয় সেই স্বপ্নের দরজা খুলতে হলে পকেট থেকে গুনতে হবে ঠিক ১ লাখ ৯৬ হাজার টাকা!
ভিলাটি সান্তা মনিকার সৈকত থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ। সাদা আর বেজ রঙের স্নিগ্ধ থিমে সাজানো এই বাড়ির প্রতিটি কোণ যেন বলে “সৌন্দর্য সময় চায় না , শুধু যত্ন চায়।”
বিরাট সোফায় বসে বই পড়ার ব্যবস্থা , দেয়ালে ঝুলছে বিশাল আয়না আর ঝলমলে ঝাড়বাতি , চারপাশে ছড়িয়ে স্বপ্নের আলো। রয়েছে ব্যক্তিগত জাকুজি , সুইমিং পুল , আর ছয়টি রাজকীয় শয়নকক্ষ। শাহরুখ নিজেও মাঝেমধ্যে এখানে অবসর কাটাতে চলে আসেন আর ‘হ্যারি মেট সেজল’ এর শুটিংয়ের সময় তো পুরো টিম মজেছিল এই ভিলার আতিথেয়তায়।
শুধু বিদেশেই নয় , মুম্বাইতেও চলছে নতুন অধ্যায়। খান পরিবারের সমুদ্রতীরবর্তী স্বপ্নভবন ‘মান্নাত’ এখন সাজছে নতুন রূপে। চলছে অন্দরসজ্জার বিশাল কাজ। তাই আপাতত শাহরুখ পরিবার উঠেছেন মুম্বাইয়ের পালি হিলের এক অভিজাত আবাসনে যার ভাড়ার অঙ্কও যেন সেলিব্রিটির মতোই দুর্দান্ত।
কারণ শাহরুখ খান শুধু একজন অভিনেতা নন। তিনি একটা আবেগ , একটা অনুভব , একটা স্বপ্নের নাম। তিনি যেখানে থাকেন , যেভাবে থাকেন সেটা জানার আগ্রহ ভক্তদের চোখ যেন সব সময়ই অপেক্ষায়। আর যখন সেই রাজপ্রাসাদে থাকার সুযোগ মেলে সাধারণের জন্যও , তখন সে তো কেবল খবর নয় , সেটা হয়ে ওঠে এক অন্যরকম অনুভূতির।
এসকে//