আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলা অব্যহত, নিহত আরও ৩৯

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় আবারও প্রাণ হারালেন ৩৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ১১৮ জন। এই হামলার ফলে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গেছে।

সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানায় তুরষ্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, গেলো ২৪ ইসরাইলি হামলায় অন্তত আরও ৩৯ জন নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।

গজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গেলো ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আহত হওয়া আরও ১১৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে পৌঁছেছে। 

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরাইল। তবুও থেমে নেই তাদের বর্বরতা, প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর গেলো ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। এর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল। তবে মার্চের মাঝামাঝির দিকে এসে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফের গাজায় বিমান হামলা শুরু করে দখলদার বাহিনী।

গেলো ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭৪ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ১১৫ জন আহত হয়েছেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিন | গাজা