জাতীয়

রাঘব বোয়ালদের ছাড় দিচ্ছিনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ‘রাঘব বোয়ালসহ’ কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।  

প্রেস ব্রিফিংয়ে এক সংবাদকর্মী স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ওয়ার্ড পর্যায়ের নেতাদের আটক করা হচ্ছে কিন্তু কেন্দ্রীয় নেতাদের আটক করা হচ্ছে না। 

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার রাঘব বোয়াল কাউকে ছাড়  দিচ্ছে না।  কিন্তু তারা জালে না আসা পর্যন্ত ধরা যাচ্ছেনা। জালে যেই আসছে তাকেই ধরা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘কেউ যদি বলে একজনকে আটকের পর আমি ছেড়ে দিয়েছে তাহলে আমাকে বলবেন।‘ 

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদ্‌যাপন নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, এ বছর বাংলাদেশি ছাড়াও ২৬টি বর্ণ ও জাতির উপস্থিতিতে সুষ্ঠভাবে নববর্ষ উদ্‌যাপিত হয়েছে। সুষ্ঠভাবে নববর্ষ উদ্‌যাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানায় তিনি। 

নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। আপনারাই বলছেন ওইটা আমি বলছি।’ 

তিনি বলেন, ‘নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা, এর বাইরে আমার কিছু বলার প্রশ্নই আসে না।‘

ডিবিপ্রধানকে সরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম। মডেল মেঘনা আলমকে আটকের ঘটনায় ডিবিপ্রধানকে সরানো হয়নি। এটি একটি নরমাল প্রসেস।’

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন স্বরাষ্ট্র উপদেষ্টা