বাংলাদেশ

বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ

আগামী বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবদের বৈঠক। এই বৈঠকে যোগ দিতে বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

বৃহস্পতিবার সকালে তিনি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।   

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবদের মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হবে।  

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন । 

 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের পররাষ্ট্রসচিব