আন্তর্জাতিক

বাংলাদেশ-পাকিস্তান বৈঠক: সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার ইসলামাবাদের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

বৃহস্পতিবার (১৭ এপ্রিল)অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন ও পাকিস্তানের আমনা বালুচ। বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, কৃষি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশ কেবল অতীত সম্পর্কের কথাই তোলেনি, বরং রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও খোলামেলা আলোচনা করেছে। বিশেষ গুরুত্ব পেয়েছে পারস্পরিক যোগাযোগ, বাণিজ্য সম্প্রসারণ, কৃষি, ও শিক্ষা খাতে সম্ভাব্য যৌথ উদ্যোগ।

পাকিস্তান তাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ দেওয়ার প্রস্তাব রাখে, অন্যদিকে বাংলাদেশ মৎস্য ও সামুদ্রিক খাতে প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করে। শিক্ষা খাতে বৃত্তির প্রস্তাবকে বাংলাদেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

বৈঠকে করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযোগাযোগ এবং আকাশপথে যোগাযোগ পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করে পররাষ্ট্রসচিবরা। ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করার বিষয়ে অগ্রগতির বিষয়েও সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষ।

পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক সংযুক্তি, অর্থনৈতিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে বাইরের প্রভাব থেকে মুক্ত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

দুই দেশের মধ্যে পরবর্তী বৈঠক ২০২৬ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান | বাংলাদেশ | পররাষ্ট্রসচিব