বলিউডের জনপ্রিয় সুপারস্টার সালমান খান । সম্প্রতি ময়াঙ্ক পাণ্ড্য নামে এক ২৬ বছর বয়সী যুবক গুজরাতের বডোদরা থেকে সালমান খানকে লক্ষ্য করে হুমকি পাঠিয়েছিলেন।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় , সোমবার সকাল সাড়ে ৬টায় হুমকির ফোন আসে । এই হুমকি মুম্বাইয়ের ওরলি পরিবহণ দপ্তরে পৌঁছানোর পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে । প্রায় ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সোমবারই অভিযুক্ত যুবককে গুজরাত থেকে আটক করে।
সালমান খানকে নিয়ে একের পর এক জীবনহানির হুমকি দেয়া হচ্ছে । এসব হুমকির মধ্যে বোমা হামলা থেকে শুরু করে আবাসনে হামলা চালানোর মতো ভয়াবহ পরিকল্পনাও রয়েছে।
শনিবার এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন , সালমান খানকে এ বছরের শেষে হয়তো একটি বড় বিপদ মোকাবিলা করতে হতে পারে । তার মতে সালমানের ঘনিষ্ঠজনেরা বিশেষত , তার নিরাপত্তারক্ষী বা গৃহকর্মীরা তার নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করে বিপদ সৃষ্টি করতে পারেন।
এই হুমকির বার্তাটি হোয়াটস্অ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছিল । পুলিশ তার ভিত্তিতে তদন্ত শুরু করে ওই যুবককে গুজরাত থেকে আটক করে । তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে । এখন জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।
এসকে//