পশ্চিম ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০২ জন। হুথিদের অর্থায়ন ও সম্পদ ধ্বংসের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে এ হামলা চালানো হয় বলে জানয়েছে হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভি।
গত মাসে হুথিদের বিরুদ্ধে বড় আকারের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে যে লোহিত সাগরের জাহাজে হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামবে না।
২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগরে চলাচলকারী বেশ কিছু জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। হুথিরা বলছে যে তারা গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সাথে সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
আই/এ