দেশজুড়ে

ফেসবুক স্ট্যাটাস দিয়ে গার্মেন্ট শ্রমিকের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পোশাক কারখানার কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার অভিযোগ জানিয়ে এক শ্রমিক বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মো. ইদ্রিস আলী (২৩) কালিয়াকৈরের নিশ্চিন্তপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং মনট্রিমস্‌ লিমিটেড নামের কারখানার কার্টন বিভাগে কর্মরত ছিলেন।

কারখানার অন্য শ্রমিকরা জানান, ইদ্রিস আলী প্রায় এক বছর ধরে কাজ করলেও তার চাকরি এখনো স্থায়ী হয়নি। বারবার অনুরোধ করার পরও কর্তৃপক্ষ তাকে অপমানজনক ভাষায় কথা বলতো বলে অভিযোগ করেন ইদ্রিসের সহকর্মীরা। এ নিয়ে দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন ইদ্রিস।

বৃহস্পতিবার রাতে কাজের ফাঁকে তিনি কারখানার ভেতরেই বিষাক্ত কেমিক্যাল পান করেন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মহত্যার আগে ইদ্রিস তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এক বছর ধরে কাজ করছি, তবু স্থায়ী করা হয়নি। অথচ কেউ কেউ তিন-ছয় মাসেই স্থায়ী হয়ে গেছে। কর্মকর্তারা আমাদের মানুষ মনে করেন না, তারা ভাবেন তারা সোনার তৈরি, আর আমরা মাটির তৈরি। আমি আজ আত্মহত্যা করব।’

ইদ্রিসের স্ত্রী হাসি আক্তার বলেন, ‘আমার স্বামী আর নেই, আমি এখন হাসপাতালে আছি। এর বেশি কিছু বলতে পারছি না।’

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. যোবায়ের গণমাধ্যমকে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কী কারণে ইদ্রিস আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন গাজীপুর | আত্মহত্যা