পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র। শনিবার (১৯ এপ্রিল) ইতালির রাজধানী রোমে এই বৈঠক হবে।
গেলো শনিবার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রথম দফার বৈঠক হয় ওমানের রাজধানী মাস্কটে। বৈঠকে ইরানের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ও যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
প্রথম দফার বৈঠক সফল হয়েছিলো বলে জানায় দেশ দুটির প্রতিনিধিরা।