কেউ চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না। মসজিদ পরিচালনার জন্য নতুন নীতিমালা তৈরি করা হয়েছে, ইমাম নিয়োগেরও নীতিমালা তৈরি করা হবে। বলেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদ্রাসা মাঠে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা খালিদ হুসাইন বলেন, ইমাম মোয়াজ্জিনের বেতনের জন্য ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো করা হবে। ইমাম ও মোয়াজ্জিনের মর্যাদা বাড়ানোর জন্য প্রতিবছর ঢাকায় আনুষ্ঠানিকভাবে ৬৪ জেলার সেরা ইমাম ও মোয়াজ্জিনকে পুরস্কারের ব্যবস্থা করা হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বিগত ৮ মাসে দেশে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। এবার হজের খরচ প্রায় ১ লাখ টাকা কমানো হয়েছে। সেই সঙ্গে সরকারি টাকায় এখন আর কেউ হজে যেতে পারবে না।
কওমি সনদের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেখতে হবে কওমির সনদ ও সুবিধা যারা নিতে চান তারা নিতে কতটা প্রস্তুত। তারা নিতে চাইলে সরকার দিতে প্রস্তুত আছে।
তিনি আরও বলেন, মনে রাখতে হবে মাদ্রাসা হলো আল্লাহর রহমত। আল্লাহর ভয় থাকলে মানুষের মর্যাদা বেড়ে যাবে।
আর-রাহমান ফাউন্ডেশন ধুলিয়া ঘাটুয়া,আমিরপুর বানিয়াচং-এর আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুলিয়া র. এর সাহেবজাদা মাওলানা হাবিবুর রহমান। এসময় অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আবু জাফর কাসেমী প্রমুখ।
এমএ//