দুর্ঘটনা

রেলগেটে আটকে যায় বাস, অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীরা

ছবি: সংগৃহীত

ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রডগেজ ট্রেন আসতে থাকলে, আটকে পড়া বাসের কারণে রেলগেট বন্ধ করা সম্ভব হয়নি ।  এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে বাসের জানালা দিয়ে লাফিয়ে নামতে শুরু করেন।

গেলো শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১০টার পর রাজধানীর মগবাজার রেলগেটে একটি বাস রেললাইনের ওপর আটকে যাওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে গ্লোরী আজমেরী পরিবহনের একটি বাস যাচ্ছিল ।  বাসটি রেললাইনে উঠে আটকে গেলে চালক কিছু সময় চেষ্টা করেও সেটি পেছনে বা সামনে নিতে পারেননি ।  এরই মধ্যে ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন মগবাজার রেলগেটের দিকে এগিয়ে আসছিল ।  আর ঠিক তখনই এই দুর্ঘটনার স্বীকার হন যাত্রীরা।

রেলগেটের গেটকিপাররা দ্রুত বাঁশি বাজিয়ে সতর্ক করার চেষ্টা করছিলেন  ।  কিন্তু বাসটি আটকে থাকায় বেরিয়ার ফেলতে পারছিলেন না ।  এই সময় যাত্রীরা ভয়ভীতিতে বাসের জানালা দিয়ে একে একে লাফিয়ে নামতে শুরু করেন ।  কয়েকজন যাত্রী নিরাপদে নেমে যান ।  কিছু সময় পর বাসের চালক কোনো রকমে বাসটি পেছনে নিতে সক্ষম হন ।  ঠিক তার কয়েক সেকেন্ড পরই ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়  ।  এতে যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে থেকে রক্ষা পায়।

তৌকির আহমেদ নামে এক ফেসবুক ব্যবহারকারী ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার করেন ।  ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় । যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে বাস থেকে নামছেন এবং ট্রেনটি রেলগেট পার হয়ে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয় যা ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় ।

এই ঘটনার পর রেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ।  তারা বিষয়টি তদন্ত করে দেখবে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রেন | মগবাজার