দেশজুড়ে

রাশিয়ায় হয়ে যুদ্ধে যাওয়া বাংলাদেশি যুবক নিহত

ছবি: সংগৃহীত

দালালের খপ্পরে পরে রাশিয়ায় হয়ে রাশীয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আকরাম হোসেন (২৫) নিহত হয়েছেন। নিহত আকরাম হোসেন উপজেলার হোসেনপুর গ্রামের দিনমজুর মোরশেদ মিয়ার ছেলে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাশিয়া থেকে আকরামের এক সহযোদ্ধা তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে মৃত্যুর খবর জানান। 

পরিবার সূত্রে জানা যায়, স্বপ্ন স্বপূরণের জন্য আকরাম ১১ মাস আগে ওয়েল্ডারের কাজ শিখে রাশিয়ায় পাড়ি জমায়। প্রথমে একটি চায়না কোম্পানিতে কাজ করলেও বেতন কম হওয়ায় দালালের খপ্পরে পড়ে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে ইউক্রেন যুদ্ধে যোগ দেয়। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবিও নিজের ফেসবুকে আপলোড করেছিলেন তিনি। 

গেলো ১৩ এপ্রিল থেকে আকরামের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের সদস্যদের। এরপর ১৮ এপ্রিল রাশিয়া থেকে ফোন করে জানানো হয় ইউক্রেনের মিসাইল হামলায় আকরাম নিহত হয়েছেন। 

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, রাশিয়া- ইউক্রেন যুদ্ধে আশুগঞ্জের যুবকের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি। নিহতের মরদেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়া | ইউক্রেন | যুদ্ধ