জাতীয়

সন্ধ্যায় পেশ করা হবে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন

বায়ান্ন প্রতিবেদন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয়া হবে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন। অধ্যাপক ড. তোফায়েল আহমেদের নেতৃত্বে গঠিত কমিশন এ প্রতিবেদন উপস্থাপন করবে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে জানানো হয়েছে রোববার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন হস্তান্তর করা হবে।

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমিশনের সদস্যবৃন্দ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী আব্দুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর, নারী উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং মানবাধিকার কর্মী ও লেখক ইলিরা দেওয়ান।

দুই খণ্ডে প্রকাশিত এই সংস্কার প্রতিবেদনের প্রথম খণ্ডে উল্লেখ করা হয়েছে- একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনসহ স্থানীয় সরকার ব্যবস্থার প্রতিটি স্তরে চার শতাধিক মৌলিক সংস্কার প্রস্তাব। দ্বিতীয় খণ্ডে রয়েছে স্থানীয় সরকার শক্তিশালীকরণে প্রস্তাবিত নতুন বেশ কয়েকটি আইনের খসড়া।

কমিশনের ধারণা, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় একটি মৌলিক ও গণতান্ত্রিক রূপান্তর ঘটবে। এর ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ বিশ্বে একটি অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন স্থানীয় সরকার | অন্তর্বর্তীকালীন সরকার