রাজনীতি

ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ হবে।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে দলটির কার্যনির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে এই মহাসমাবেশের ডাক দেন হেফাজতের মহাসচিব সাজেদুর রহমান।   

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিদুল্লাহ বাবুনগরী

ওই বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক একাধিক দাবি তুলে ধরেন। তিনি বলেনফ্যাসিবাদী সরকারের সময়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার করতে হবে। তাছাড়া নারী সংস্কার কমিশনের ধর্মীয় বিধানইসলামী উত্তরাধিকার আইন এবং পারিবারিক বৈষম্য প্রস্তাব বাতিলের দাবি জানান তিনি। মামুনুল হক সতর্ক করে দিয়ে আরও বলেনযদি এসব দাবি না মানা হয় , তবে মহাসমাবেশ করা হবে

 

 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন সোহরাওয়ার্দী উদ্যানে | মহাসমাবেশ