বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য চীন ১৩৮ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রোববার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা চীন থেকে কিনেছে। এখন, চীন ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল তৈরি করতে সম্মত হয়েছে। এছাড়া, চীনের সঙ্গে একটি ১,০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করার বিষয়ে আলোচনা চলছে।’
এসময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর সফল হয়েছে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য চীনে সহজেই যেতে পারবেন।’
এছাড়া চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য একটি সম্ভাবনাময় বাজার হতে পারে বলে মন্তব্য করেছেন চীনা রাষ্ট্রদূত। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাত আরও শক্তিশালী এবং আন্তর্জাতিকভাবে সংযুক্ত হতে চলেছে, যা দেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসি//