আইন-বিচার

মেরাদিয়ায় এবার বসবে না গরুর হাট : হাইকোর্ট

বায়ান্ন প্রতিবেদন

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি হাট বসানোর সিদ্ধান্ত নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি মঙ্গলবার (২৯ এপ্রিল) নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম।

আদালতের আদেশ অনুযায়ী, মেরাদিয়ায় গরুর হাট বসানোর জন্য দক্ষিণ সিটি করপোরেশন যে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। একইসঙ্গে কেন আবাসিক এলাকা সংলগ্ন মেরাদিয়া বাজারের পাশে হাট বসানো হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় হাট বসানো যাবে না।

জানা গেছে, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে একটি ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার হাইকোর্টে রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, বনশ্রী একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। প্রতিবছর কোরবানির সময় মেরাদিয়ায় হাট বসানো হলে তা পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে, যার ফলে স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হন।

আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, “সিটি করপোরেশনের নির্ধারিত ১১টি হাটের মধ্যে মাত্র ৮.৪ কিলোমিটার দূরত্বেই একটি স্থায়ী গরুর হাট রয়েছে। এমন পরিস্থিতিতে মেরাদিয়ায় নতুন করে হাট বসানো অযৌক্তিক এবং জনভোগান্তির কারণ।”

আদালতের এই আদেশে বনশ্রীবাসী স্বস্তি প্রকাশ করেছেন। রুলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় আর গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন গরুর হাট | মেরাদিয়া | হাইকোর্ট