টাইব্রেকারে বল ঠেকিয়ে মেহেদি হাসান শ্রাবণের এমন সেলিব্রেশন। যেই সেলিব্রেশন এমিলিয়ানো মার্তিনেজকে করতে দেখা যায় আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে।
ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসকে চ্যাম্পিয়ন করার পথে শ্রাবণও হয়ে উঠলেন মার্তিনেজ।
ফেডারেশন কাপের এই ফাইনাল মাঠে গড়িয়েছিল গেলো মঙ্গলবার। তবে সেদিন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে কাল বৈশাখি ঝড় ও আলোকস্বল্পতায় ১০৫ মিনিটে বন্ধ হয়ে যায় খেলা। খেলা বন্ধ হওয়ার আগে ১-১ সমতায় ছিল দুই দলই। বাকি ১৫ মিনিট অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার। সেখানেও দুই দলের কেউই করতে পারেনি গোল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুট আউটে এমেকার নেওয়া দ্বিতীয় শট আটকে দেন শ্রাবণ। শেষ পর্যন্ত এটিই গড়ে দেয় ম্যাচের ফলাফল। আবাহনীর বিপক্ষে ৫-৩ গোলের জয় তুলে নেয় বসুন্ধরা কিংস।
বসুন্ধরা কিংসের এটি চতুর্থ ফেডারেশন কাপ শিরোপা। ১৯৮০ সালে শুরু হওয়া ফেডারেশন কাপ এর আগে সর্বোচ্চ ১২ বার জিতেছে আবাহনী।