রাজনীতি

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুফিয়ান নামে আর একজন ব্যক্তি আহত হয়েছেন। তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাতে কারওয়ান বাজারে বসুন্ধরা সিটি শপিংমলের পেছনে এ ঘটনা ঘটে। তেজগাঁও থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান

ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ মিলন  জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে তারা দুজন চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে তাকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়।

তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করে দুর্বৃত্তরা। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমানের পেটে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিহত আজিজুর রহমান  মুছাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বেচ্ছাসেবক দল