হজযাত্রার তৃতীয় দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে নির্দিষ্ট ফ্লাইটের আগেই হজযাত্রীরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে যান। দুই দেশের ইমিগ্রেশন বাংলাদেশে হওয়ায়, লাগেজ ও লম্বা লাইনের ভোগান্তি কমেছে যাত্রীদের।
এদিকে বেড়েছে ভিসা প্রাপ্তির হার। বুধবারও (৩০ এপ্রিল) ১৯ হাজারের বেশি ভিসাবিহীন যাত্রী থাকলেও আজ কমে তা ১৬ হাজারে নেমেছে। এখন পর্যন্ত ২৭টি ফ্লাইটে ১১ হাজারেরও বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
আসছে ৩১ মে পর্যন্ত চলবে প্রাক-হজ ফ্লাইট। হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে আসছে ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।
এমএ//