চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের ভেতরে পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।পাখির বাসা খুঁজতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। নিহতরা হলেন, নোহান (১১) ও মেজবাহ (১২)। এ ঘটনায় আহত আরও কয়েকজন শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর পানির ট্যাংকের কাছে কোরিয়ান ইপিজেডের সি ব্লকের একটি পাহাড়ের গোড়ায় এ ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় কিছু শিশু-কিশোর ওই এলাকায় পাখির বাসা খুঁজতে গিয়েছিলো বলে তিনি শুনেছেন। সে সময় কোনো একটি পাহাড়ের অংশ ভেঙে পড়ে তারা মাটি চাপা পড়ে। এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনাটি কিভাবে ঘটলো তা খতিয়ে দেখা হবে।
কোরিয়ান ইপিজেডের জিএম মুশফিকুর রহমান বলেন, জঙ্গল এলাকা হওয়ায় শিয়াল কুকুরেরা সেখানে গর্ত করে ফেলায় মাটি আলগা হয়ে থাকতে পারে। সেরকম একটি গুহা মতন জায়গায় শিশুরা গিয়ে পাখি খুঁজছিল। সেখানে কোনো পাহাড় কাটা হচ্ছিল না বলে তিনি দাবি করেন।
আই/এ