আন্তর্জাতিক

‘সিন্ধুতে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের বাঁধ নির্মাণের চেষ্টা করে, তাহলে তা সরাসরি হামলা হিসেবে বিবেচনা করে জবাব দেবে পাকিস্তান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

শুক্রবার (২ মে) পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শুধু অস্ত্র দিয়েই আগ্রাসন হয় না, পানি আটকে দিয়ে মানুষকে ক্ষুধা ও তৃষ্ণার মধ্যে ফেলে রাখাও একধরনের যুদ্ধ।’ তিনি বলেন, ভারত যদি পানিপ্রবাহ থামিয়ে দেওয়ার মতো উদ্যোগ নেয়, তাহলে পাকিস্তান চুপ করে থাকবে না। তারা সেই স্থাপনাগুলো গুঁড়িয়ে দেবে।

গেলো ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি একাধিক কঠোর পদক্ষেপ নেয়, যার মধ্যে ছিল সিন্ধু চুক্তি স্থগিতের হুমকি, কূটনীতিক প্রত্যাহার এবং পাকিস্তানিদের ভিসা বাতিল।

অন্যদিকে পাকিস্তানও এর জবাবে ভারতের জন্য আকাশ ও স্থলসীমা বন্ধ করে, ভারতীয়দের ভিসা বাতিল করে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করে।

এই ঘটনাগুলোকে কেন্দ্র করে গেলো কয়েকদিন ধরেই দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য সামরিক জবাবের কথাও আলোচনা করেছেন বলে জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনী এখনও কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, তবে খাজা আসিফ মনে করেন এখনও দু’দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

যুদ্ধের হুমকি আমরা এড়িয়ে যেতে পেরেছি এখনও এমনটা ভাবার সময় আসেনি’, জিও নিউজকে বলেন খাজা আসিফ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান | ভারত | সিন্ধু