রাজনীতি

আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে, জানাজা দিল্লিতে: হাসনাত

বায়ান্ন প্রতিবেদন

‘আওয়ামী লীগ বাংলাদেশে মারা গেছে, আর তার জানাজা হয়েছে ভারতের দিল্লিতে’- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (০৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, ‘যারা বাইতুল মোকাররমের সামনে হেফাজত কর্মীদের টেনে রাস্তায় নামিয়েছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না।’

তিনি আরও বলেন, ‘আট মাস পরেও অনেক রাজনীতিবিদ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে পরিচয় দিতে চায়, অথচ দলটিকে নিয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তাদের নেই।’

ড. ইউনূসকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না, সেটা দলটির সিদ্ধান্ত। ড. ইউনূস, ভুলে যাবেন না, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমাদের।’

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে হাসনাত বলেন, ‘শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিলেন, ৩০ হাজার জাসদ কর্মীকে হত্যা করেছিলেন। তাদের লুটপাটের কারণেই ১৯৭৪ সালে দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষ প্রাণ হারায়।’

তিনি হুঁশিয়ারি দেন, ‘শেষ রক্ত বিন্দু পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে আন্দোলন চালিয়ে যাবে তরুণ প্রজন্ম।’

নারী কমিশনের ‘ইসলামবিরোধী’ ধারা বাতিলের আহ্বান জানিয়ে হাসনাত ২০১৩ সালের শাপলা চত্বরে নিহতদের পরিবারকে নাম প্রকাশের অনুরোধ জানান।

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী, কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী ও আহমেদ কাশেমীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন আওয়ামী লীগ | হাসনাত আব্দুল্লাহ