দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ি এলাকায় সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই মাত্র ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে একে একে আরও ৬ টি ইউনিট যোগ দেয়। ১২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
উপসহকারি পরিচালক মামুন আরও বলেন, পাশের একটি বসতবাড়িসহ ছোট-বড় ২০টির মতো ঝুট গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। এখানে ছোট-বড় বিভিন্ন ধরনের অসংখ্য ঝুট গুদাম, বাম পাশে সূতা তৈরির কারখানা ও সূতার বড় একটি গুদাম রয়েছে। আশপাশে আরও ছোট-বড় গুদাম, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে।
এসকে//