আন্তর্জাতিক

কাশ্মীর ভারতের ছিলো, থাকবে; সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ

কাশ্মীর ভারতের অংশ ছিলো ও থাকবে বলে মন্তব্য করেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।  ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান আবদুল্লাহ বলেন, পেহেলগামে হামলার পর সবচেয়ে বড় বার্তা হলো, পর্যটকরা মোটেও ভীত নন। যারা ভয় ছড়াতে চেয়েছিলো তারা হেরে গেছে। সন্ত্রাসীরা হেরে গেছে। আর এটা প্রমাণিত হয়েছে, আমরা মোটেও ভীত নয়। কাশ্মীর ভারতের অংশ ছিলো ও সবসময় থাকবে।   

পেহেলগামের হামলাকে বর্বর উল্লেখ তিনি আরও বলেন, মানুষ সন্ত্রাসবাদের অবসান দেখতে চায়। গেলো ৩৫ বছর ধরে আমরা শুধু সন্ত্রাসবাদ দেখছি। আমরা এটা আর দেখতে চায় না। আমরা উন্নয়ন চাই।     

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন কাশ্মীর | ওমর আবদুল্লাহ