দুই ভুবনের দুই তারকা । একজন দক্ষিণী সুপারস্টার, অন্যজন বলিউড কুইন। চলচ্চিত্রের পর্দায় তারা দুজনেই চেনা মুখ। একদিকে বাহুবলীর বীরত্ব এর প্রভাস, অন্যদিকে ছাপিয়ে যাওয়া ‘পদ্মাবত’ কিংবা ‘ছপাক’ এর দীপিকা। আবারও এই দুই তারকাকে এক ফ্রেমে দেখতে যাচ্ছে দর্শক। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী প্রজেক্ট ‘স্পিরিট’ এর মাধ্যমে।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হন প্রভাস ও দীপিকা। সুপারহিট সেই সিনেমার রেশ কাটতে না কাটতেই ঘোষণা এলো নতুন চমকের। জনপ্রিয় বলিউড নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা ঘোষণা দিয়েছেন তার পরবর্তী সিনেমা ‘স্পিরিট’ এ আবারও এক হচ্ছেন এই দুই তারকা।
অবশ্য শুরুটা সহজ ছিল না। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পছন্দের তালিকার শীর্ষেই ছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু যখন প্রস্তাব দেয়া হয়েছিল, দীপিকা তখন অন্তঃসত্ত্বা। ব্যস্ততার ফাঁকে নিজের এবং অনাগত সন্তানের জন্য সময় বেছে নিয়েছিলেন এই অভিনেত্রী। তাই সে সময় ফিরিয়ে দেন ‘স্পিরিট’ এর প্রস্তাব। কিন্তু নির্মাতা অপেক্ষা করেছেন এবং সে অপেক্ষার ফলও পেয়েছেন।
এক বছরের ব্যবধানে দীপিকা এখন অনেকটাই ভারমুক্ত। সন্তানও দেখেছে পৃথিবীর আলোয়। এবার ফিরে আসছেন সেই পুরোনো কর্মজগতে। ‘স্পিরিট’ দিয়েই হচ্ছে তার নতুন পথচলার শুরু।
তাই এবার আর ‘না’ নয় বরং, জোরদার একটা ‘হ্যাঁ’। দীপিকা নিজেই চুক্তিতে সই করেছেন এবং নির্মাতার সঙ্গেও প্রস্তুতি চূড়ান্ত করেছেন।
‘আর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ ও ‘অ্যানিমেল’ এর মতো হিট সিনেমার নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা বরাবরই নতুন কিছু নিয়ে আসেন পর্দায়। এবার তিনি হাত দিচ্ছেন ‘স্পিরিট’, যেখানে দীপিকা থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। শুটিং শুরু হবে ২০২৫ সালের অক্টোবর মাসে। মুক্তির সম্ভাব্য সময় ২০২৭ সালের প্রথমদিক। এই সিনেমার জন্য ইতোমধ্যেই অপেক্ষার পালা শুরু হয়ে গেছে ।
তবে ‘স্পিরিট’ দীপিকার একমাত্র প্রজেক্ট নয়। পুরোনো বন্ধু ও সহ-অভিনেতা শাহরুখ খানের ‘কিং’ সিনেমাতেও থাকছেন তিনি। এই সিনেমায় দেখা যাবে তাকে শাহরুখকন্যা সুহানা খানের মায়ের চরিত্রে। ইতোমধ্যেই সিনেমাটির জন্য চুক্তি সম্পন্ন এবং শিগগিরই শুটিং শুরু হবে।
শুধু ২০২৫ নয়, দীপিকার শিডিউল বুকড ২০২৬ পর্যন্ত। প্রভাসের সঙ্গে ‘কাল্কি ২’ এর সম্ভাব্য সিক্যুয়াল, শাহরুখের সঙ্গে ‘পাঠান ২’ সবই রয়েছে তালিকায়। যদিও এসব নিয়ে এখনো মুখ খুলেননি অভিনেত্রী, তবে দর্শকের উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে।
এসকে//