রাজনীতি

৬ মে দেশে ফিরবেন খালেদা জিয়া, জানা গেলো অবতরনের সময়

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী মঙ্গলবার (৬ মে) সকালে ঢাকায় পৌঁছাবেন। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরবেন।

দলীয় সূত্র জানিয়েছে, তিনি লন্ডন থেকে রওনা দেবেন সোমবার (৫ মে),  ঢাকায় অবতরণ করবেন মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে।

এর আগে বিএনপির মিডিয়া উইং জানিয়েছিল, খালেদা জিয়া ৫ মে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে আনার উদ্যোগ নেয়া হয়।

এদিকে দলের চেয়ারপারসনের আগমন ঘিরে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন,  বিমান বন্দর থেকে গাড়িতে করে ৮ নম্বর গেট দিয়ে খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হবে। এ সময় বিমান বন্দর মোড় থেকে গুলশানের বাসা ফিরোজা’ পর্যন্ত সড়কের দুইপাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাবেন।

জনসাধারণের চলাচলের জন্য ওইদিন বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত মূল সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারেরও অনুরোধ জানান তিনি। 

তিনি আরও বলেনগত ৮ জানুয়ারি চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যান। চারমাস যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসা নেন। প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছেভালো পরিবেশ ও পরিবারের সঙ্গে থাকাসহ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা হওয়ায় তিনি অনেকটা সুস্থবোধ করছেনতাই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | খালেদা জিয়া | এয়ার অ্যাম্বুলেন্স